History, asked by ayaankhan683, 8 months ago

মাল জামিনী প্রথা কে প্রবর্তন করেন?
(ক) আলিবর্দী খান (খ) মুর্শিদ কুলি খান
(গ) শেরশাহ
(ঘ) আলাউদ্দিন হােসেন শাহ​

Answers

Answered by toshendu
2

Answer:

which language is this ???

Answered by poonammishra148218
0

Answer:

তার তৃতীয় স্ত্রীর নাম দুরদানা বেগম সাবিহা। ৩০শে জুন ১৭২৭ সালে তার শ্বশুর মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তিনি নবাব সিংহাসনে আরোহণ করেন।

Explanation:

ঐতিহাসিক সালিম উল্লাহ ও জেমস গ্রান্টের লেখা থেকে বোঝা যায় মুর্শিদকুলি দীর্ঘদিন ভূমি রাজস্বের ব্যাপারে যে পরীক্ষা নিরীক্ষা করেন তার ভিত্তিতে ১৭২২ খ্রিস্টাব্দ নাগাদ মুর্শিদকুলি ‌তার নিজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন।

এছাড়া ইজারা প্রদানের মাধ্যমে রাজস্ব সংগ্রহের জন্য চুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করা হয়। এ শাসক ইজারাদারদের কাছ থেকে নিরাপত্তা অঙ্গীকার পত্রের বিনিময়ে রাজস্ব আদায়ের চুক্তি স্বাক্ষর করিয়ে নিতন। এ ব্যবস্থাকে তখন 'মালদামিনি' বা 'মালজামিনি' বলা হতো। এর অর্থ মাল বা সম্পত্তির জামিন নেয়ার ব্যবস্থা।

1660 - 30 জুন 1727), যামিন আলী কুলি নামেও পরিচিত এবং সূর্য নারায়ণ মিশ্র নামেও পরিচিত, তিনি ছিলেন বাংলার প্রথম নবাব, যিনি 1717 থেকে 1727 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। দাক্ষিণাত্য মালভূমিতে একজন হিন্দু জন্মগ্রহণ করেন গ। 1670, মুর্শিদকুলী খানকে মুঘল সম্ভ্রান্ত হাজী শফী কিনেছিলেন।

সুজা উদ্দিন মুহাম্মদ খান ছিলেন বাংলার একজন নবাব। তিনি মুর্শিদ কুলি খানের কন্যা জয়নব উন-নিসা বেগম ও আজমত উন-নিসা বেগমকে বিয়ে করেছিলেন। তার তৃতীয় স্ত্রীর নাম দুরদানা বেগম সাবিহা। ৩০শে জুন ১৭২৭ সালে তার শ্বশুর মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তিনি নবাব সিংহাসনে আরোহণ করেন।

To learn more about similar question visit:

https://brainly.in/question/52116054?referrer=searchResults

https://brainly.in/question/42082774?referrer=searchResults

#SPJ3

Similar questions