মানব জীবনের ওপর পরবতের পোভাবগুলি আলোচনা করো
Answers
Answer:
Mountains can make travel difficult. Mountains can be very difficult to cross. They are often rugged and filled with forests and wild animals, such as bears and wolves.
Answer:
মানবজীবনে পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হল: –
১) পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল আর মাটি অনুর্বর । তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম । সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন, আর কাঠ সংগ্রহ করা সেখানকার মানুষের প্রধান উপজীবিকা ।
২) বন্ধুর স্থলপথে যাতায়াত করা বা খরস্রোতা নদীর জলপথে পরিবহন করা অসুবিধাজনক বলে মালপত্র আদানপ্রদান করা ব্যবসা-বাণিজ্য করা বা শিল্প গড়ে তোলা সহজ নয় ।
৩) জীবিকার অভাবের জন্য পার্বত্য অঞ্চলের লোকবসতি খুবই কম ।
৪) পার্বত্য অঞ্চলের মানুষ কষ্টসহিষ্ণু, পরিশ্রমী ও সাহসী হয় ।
৫) পর্বতের মনোরম পরিবেশে স্বাস্থ্যনিবাস গড়ে ওঠে ।
৬) উঁচু পর্বতশ্রেণি কোনো দেশের জলবায়ুকে নিয়ন্ত্রন করে।
৭) পার্বত্য হিমবাহের বরফগলা জল কৃষিকাজ ও পানীয় জলের যোগান দেয়।
৮) পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলির জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়।
৯) উঁচু পর্বতের ঢালে সরলবর্গীয় অরণ্য এবং নিম্ন পার্বত্য অঞ্চলে সাধারনত চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়।
১০) পর্বতের ঢালে চা, কফি প্রভৃতি বাগিচা ফসল এবং নানান রকমের ফলের চাষ করা হয়।
১১) মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন ও হোটেল ব্যবসা গড়ে ওঠে।