রবীন্দ্র সরোবরে একমাইল সাঁতার প্রতিযোগিতা। কোনি উপন্যাস অবলম্বনে প্রতিযোগিতার বিবরণ দাও।।
Answers
Answer:
রবীন্দ্র সরোবরে একমাইল সাঁতার প্রতিযোগিতায় 25 জন প্রতিযোগী বানিয়েছিল তার মধ্যে 22 টি ছেলে ও তিনটি মেয়ে ছিল স্টার্টিং পয়েন্ট টেবিল প্রতিযোগিতা তেল মাখাতে ব্যস্ত উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব এর অনুরোধের ক্ষিতীশ প্রতিযোগিতা করছে সঙ্গে সঙ্গে তাকে নৌকায় যেতে হবে স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে এসে আর তার ছায়ার সঙ্গী হলো একটি নৌকায় বসে ছিল তারপর ভেলোর চোখ যায় লাল কস্টিউম পড়া মাথায় সাদা টুপি দেওয়া একটি মেয়ের দিকে ভেলো কি তাকে ওই মেয়েটিকে জিজ্ঞেস করায় ক্ষিপ্ত তার জবাব দিতে পারে না তারপরও বারে মনে হয় অনেক বড়লোক বাড়ির মেয়ে ঐ সামনের সবুজ মটর গাড়িটা থেকে এসে নামল সঙ্গে তার বাবা-মা ও রয়েছে এর পরেই শুরু হলো তাদের সাঁতার প্রতিযোগিতা প্রত্যেকে সাঁতার কাটতে লাগে আর তার সাথে সুবীর অর্থ জেনে গিয়েছিল জুনিয়র ফিনালে ওখানে ভাগ্নে-ভাগ্নি উচিত হয়নি কারণ এখানে অন্যসব আনকড়া প্লেয়ারদের কাছে ও কিছুই না অর্থাৎ এখানে ও যদি ভাব নিয়ে থাকে তাহলে প্রথমেই হবে ঘোর আপত্তি ছিল তারপরে সাঁতার প্রতিযোগিতা শুরু হলে কি দাদাকে শুভ্র গোটা দশেক ছেলে প্রথম প্রথম একসাথে সাঁতার কাটতে থাকে এবং তার পিছনে আর এক ঝাঁক তার ওপরে তিনটি মেয়ে 500 মিটার যাওয়া পর্যন্ত ওই পাঁচটি ছেলে মেয়ে অর্থাৎ তিনটি মেয়ে ও দুটি বাচ্চা ছেলে একই স্থানে ছিল তারপরে লাল কস্টিউম পরা মেয়েটির ধীরে ধীরে এগোতে থাকে আর সবার পিছনে থেকে যায় কোনী