World Languages, asked by lalzokaipeng, 6 months ago

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটির ওজন কত ?
সুভাগার ছেলে ও মেয়ের নাম কি ছিল ?
গ) শিলাদিত্য কাকে বিয়ে করেছিলেন ?
ঘ) কে আদিত্য শিলাটি দিয়েছিল ?
ও) বল্লভীপুরে অবস্থিত মন্দিরটির নাম কি ছিল ?
চ) সূর্যকুন্ডের জল অপবিত্র হল কেন ?​

Answers

Answered by kuldeep7624
0

Answer:

ভাষা

ডাউনলোড করুন

নজরে রাখুন

সম্পাদনা

সূর্য মন্দির সূর্যের উদ্দেশ্যে গুজরাটে নির্মিত একটি মন্দির। এটি আহমেদাবাদ থেকে ১০২ কি মি দূরে পুষ্পবতী নদীর তীরে নির্মিত।[১] ১০২৬ সালে সোলাঙ্কি রাজত্ব কালে মন্দিরটি নির্মিত হয়। বর্তমানে মন্দিরটি উপাসনার কাজে ব্যবহৃত হয় না বরং এটি ভারতীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। সম্পূর্ণ মন্দিরের বিভিন্ন নকশা,কারুকাজ ও স্থ্যাপত্যের মাঝে বিভিন্ন গানিতিক সংখ্যা,জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানের তাৎপর্যপূর্ণ সৌন্দর্য রয়েছে।

সূর্য মন্দির

Sun Temple, Modhera - Sabha Mandap 01.jpg

ধর্ম

অন্তর্ভুক্তি

হিন্দুধর্ম

জেলা

মহেসানা

অবস্থান

অবস্থান

মধেরা

রাজ্য

গুজরাট

দেশ

ভারত

স্থাপত্য

ধরন

সোলাঙ্কি

not sure to be it's write becuse i know bangali little bit

Answered by fulandeb112
0

Answer:

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।খ)সুভাগার ছেলের নাম ছিল গায়েব এবং মেয়ের নাম ছিল গায়েবী।

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।খ)সুভাগার ছেলের নাম ছিল গায়েব এবং মেয়ের নাম ছিল গায়েবী।গ) শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতী কে বিয়ে করেছিলেন।

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।খ)সুভাগার ছেলের নাম ছিল গায়েব এবং মেয়ের নাম ছিল গায়েবী।গ) শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতী কে বিয়ে করেছিলেন।ঘ) সূর্য দেব আদিত্য শিলাটি দিয়েছিল।

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।খ)সুভাগার ছেলের নাম ছিল গায়েব এবং মেয়ের নাম ছিল গায়েবী।গ) শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতী কে বিয়ে করেছিলেন।ঘ) সূর্য দেব আদিত্য শিলাটি দিয়েছিল।ঙ) বল্লভিপুর অবস্থিত মন্দির টি ছিল সূর্য মন্দির।

ক) সূর্য মন্দিরের পিতলের প্রদীপটি র ওজন ছিল ত্রিশের ওজনের ।খ)সুভাগার ছেলের নাম ছিল গায়েব এবং মেয়ের নাম ছিল গায়েবী।গ) শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতী কে বিয়ে করেছিলেন।ঘ) সূর্য দেব আদিত্য শিলাটি দিয়েছিল।ঙ) বল্লভিপুর অবস্থিত মন্দির টি ছিল সূর্য মন্দির।চ) বিশ্বাসঘাতক মন্ত্রী টাকার লোভে সেই পবিত্র কুন্ডটি গো- রক্তে অপবিত্র করলো।

THANK YOU ✨

Similar questions