গ্লোবাল ভিলেজ বলতে কী বােঝেন?
Answers
গ্লোবাল ভিলেজ (Global Village) বা বিশ্বগ্রাম বলতে এমন একটি আধুনিক বিশ্বকে বুঝায় যেখানে ইন্টারনেট ও টেলিযোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে আমরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে পেরেছি। শুধু আমরা আমাদের সম্পর্ককে ঘনিষ্ঠ করি নাই তার সাথে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পরস্পর পরস্পরের সাথে নির্ভরশীল হয়েছি।
গ্লোবাল ভিলেজ : সাধারণভাবে গ্লোবাল ভিলেজ বলতে সারা পৃথিবীর সমস্ত ধরনের সংস্কৃতির ও চিন্তাভাবনার মানুষজনের মিলনক্ষেত্রকে বোঝায়। তবে এখানে মনে রাখতে হবে এই মিলন আধুনিক যন্ত্রপাতির মধ্য দিয়েই সম্ভবপর করে তোলা হবে।
- শারীরিকভাবে হয়তো কোন মানুষ উপস্থিত থাকবে না তবে মানসিক দিক দিয়ে সুসম্পর্ক গড়ে তোলাই হল এই ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।
- সবকটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এই কাজকে সম্পূর্ণতা দেওয়ার মাধ্যম হিসেবে ক্রমাগত কাজ করে চলবে বা চলছে।
- এই গ্লোবাল ভিলেজ শব্দটির প্রথম প্রচলন করেছিলেন কানাডার বিশিষ্ট মিডিয়া থিওরিষ্ট মার্শাল ম্যাকলুহান। তাঁর বই দুটির নাম ছিল The Gutenberg Galaxy: The Making of Typographic Man (1962) এবং Understanding Media (1964)।
- এখন দুবাইতে একটি গ্লোবাল ভিলেজ রয়েছে যেখানে ৯০টি দেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নিদর্শন পাওয়া যায়।
Read more on Brainly.in
What is global village?
https://brainly.in/question/37624969
What is global village? What is use of global village?
https://brainly.in/question/17785
Explain how the world has become a global village with reference to transport and communication.
https://brainly.in/question/49329903