India Languages, asked by shyamsundar59, 7 months ago

পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে- কোৱির মনে এমন প্রশ্ন জেগেছে কেন

Answers

Answered by anjali5499
1

Answer:

it is in Bengali writing I like Bengali writing most

Answered by mohidul89m
14

উত্তরঃ

আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বিষ্ণু দে'পরবাসী' কবিতায় এদেশের সাধারণ মানুষের অনিবার্য পরিণতি কে ব্যক্ত করেছেন। আধুনিক সভ্যতার করাল থাবায় এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে ধ্বংস হচ্ছে,নিজেদের প্রয়োজনে বনকে ধ্বংস করে, বন্যপ্রাণীদের ধরে বিক্রি করে দিচ্ছে লােভী মানুষের দল। অর্থাৎ বর্তমান সভ্যতা ও সংস্কৃতির যে জীবনধারা ও অভিরুচি তা আমাদের চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্য বিরােধী বলেই তা আমাদের কে নিজের দেশে পরবাসী করে রেখেছে। তাই কবি কার্যত আক্ষেপের সুরে প্রশ্ন করেছেন কবে আমরা আমাদের চিন্তা-চেতনা বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে প্রকৃত অর্থে নিজ বাসভূমি গড়ে তুলব।

Similar questions