CBSE BOARD XII, asked by SudiptoMalik, 8 months ago

'জয় তোরনে ঠাসা মহনীয় রোম'- রোমকে জয় তোরনে ঠাসা বলা হয়েছে কেন?​

Answers

Answered by SaurabhJacob
1

এখানে বের্টোল্ট ব্রেখটের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি থেকে নেওয়া হয়েছে।

     

প্রাচীনযুগ থেকে রােম ছিল খ্যাতি ও বৈভবের মুল কেন্দ্রবিন্দু। প্রথম ও দ্বিতীয় শতাব্দীতির  দিকে রােম হয়ে উঠেছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যের মধ্যে একজন।

পরবর্তীকালে প্রায় বারাে শতকজুড়ে ইউরােপ, এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রােমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 'জয়তােরণে ঠাসা মহনীয় রােম' বলতে রােমের সেই প্রসিদ্ধ কীর্তিকাহিনির দিকেই ইঙ্গিত করা হয়েছে।

  • মানবসভ্যতার মধ্যে যাঁরা ক্ষমতাবান কেবল তারাই খ্যাতির আলােকে আলােকিত হন। বহুযুগ ধরে ক্ষমতাশালীদের নিয়েই প্রথাগত ইতিহাস লেখা হয়ে আসছে।
  • কিন্তু প্রচলিত ইতিহাসের বাইরেও সভ্যতার প্রকৃত নির্মাতাদের অন্য এক ইতিহাস থাকে। যেমন, সাত দরজাওয়ালা থিবসের নির্মাতা হিসেবে রাজার নাম থাকলেও তার শ্রমিকদের শ্রম ছাড়া তা নির্মাণ করা সম্ভব কখনও হত না।
  • ঠিক সেভাবেই রােমের যে বিজয়কেতন উড়েছিল তা সাধারণ সৈনিকদেরই লড়াইয়ের ফলশ্রুতি। এমনকি সম্রাট সিজার যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার পিছনেও কিন্তু সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
  • সুতরাং  সবমিলিয়ে সাধারণ মানুষের হাতেই যে ইতিহাসের প্রকৃত অর্থে চাবিকাঠি রয়েছে তা বােঝাতেই কবি প্রশ্ন উদ্ধৃত  মন্তব্যটি করেছেন।

#SPJ1

Similar questions