টেবিলের কয়টি ধার আছে? এটি কি আয়তঘন?
Answers
Answer:
সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped)
সূচনা (Introduction) :- প্রাত্যহিক জীবনে আমাদের নানা প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয় । এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম । এই সমস্ত ঘনবস্তুগুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে । শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে । এখন আমরা একটি বিশেষ ধরণের ঘনবস্তুর মাত্রাগুলির সঙ্গে পরিচয় করে, তার থেকে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করব ।
সমকোণী চৌপল বা আয়তঘন (Rectangular Parallelepiped) :- যে ঘন বস্তুর প্রতিটি তল আয়তকার, তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে এবং বিপরীত তলের সঙ্গে সমান্তরাল থাকে, সেই ঘনবস্তুকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে ।
Step-by-step explanation:
please mark me as a brianliest