কোন কোন খনিজ উপাদান ॥
২. যক্ষা রােগ কী কী ভাবে ছড়ায়?
৩ কিরে সে এ
Answers
Answered by
0
Answer:
rfmiwfnwrjofnrwjc etc reojv fe vwrjfnw
Explanation:
MARK ME AS BRAINLIEST EVEN YOU WILL GET POINTS
Answered by
0
■ যক্ষ্মা মূলত একটি সংক্রামক রোগ।
মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে এক প্রকার ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী।
- এই ব্যাকটেরিয়া মানুষের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটিয়ে এই রোগ ঘটায়।
- এটি বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেটের মধ্যে দিয়ে সংক্রমিত হয়ে থাকে। ফলে এই অসুখ ছোঁয়াচে বলে গণ্য করা হয়। একজনের হাঁচি-কাশি থেকে দ্রুত এটি অন্যের শরীরে ছড়িয়ে যায়।
◆ জীবাণুর সঙ্গে মিলিয়ে ডাক্তারি ভাষায় এই রোগের নাম রাখা হয়েছে ‘টিউবারকুলোসিস’। সংক্ষেপে টিবি নামেই সবাই চেনে। ●এককালে যক্ষ্মাকে ‘ক্ষয় রোগ’ বা ‘রাজ রোগ’ বলা হতো। কারণ, এই রোগে রোগী খুবই শীর্ণ হয়ে পড়ে, আর মৃত্যু ছিল প্রায় অবধারিত।
Similar questions