Environmental Sciences, asked by jhimapal8765, 8 months ago

আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার বিরুদ্ধে লিখেছেন?​

Answers

Answered by purbita01
0

Answer:

Explanation:

এ গানটি রচিত হয়েছে বঙ্গভঙ্গরদ আন্দোলনের সময়। ১৯০৫ সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ও রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সারা বংলায় বঙ্গভঙ্গরদ আন্দোলন শুরু হয়। ১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি রচনা ও সুরারোপ করেন। এছাড়া ‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি’ গানটি একই সময়ে রচিত হয়। ১৯০৫-১৯০৬ বাঙালির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সময়। ১৯০৬ এ শুরু হয় স্বদেশী আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে ‘জয়বাংলা’ শ্লোগানটি প্রথম উচ্চারিত হয়।

Similar questions