Geography, asked by mmislamooo1, 7 months ago

রবি শস‍্য ও খারিফ শস‍্যের মধ‍্যে পার্থক‍্য

Answers

Answered by rekharawatbassi
1

Answer:

english me likha karhdiejr

Explanation:

yehdjudkrkr

Answered by DEBOBROTABHATTACHARY
3

খারিফ শস্য : ভারতে গ্রীষ্মকালে যে সব শস্য উৎপাদিত হয় সেগুলিকে বলে খারিফ শস্য উদাহরণ ধান আখ তুলো, ভুট্টা প্রভৃতি।

রবি শস্য : ভারতে শীতকালে যেসব শস্য উৎপাদিত হয় সেগুলিকে বলে রবি শস্য উদাহরণ- গম, সরষে, ছোলা, যব প্রভৃতি।

খারিফ শস্য : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের শুরুতেই বেশিরভাগ খারিফ শস্যের চাষ শুরু হয়।

রবি শস্য : উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে অর্থাৎ শীতকালের শুরুতেই অধিকাংশ রবি শস্যের চাষ আরম্ভ হয়।

খারিফ শস্য : শীতের শুষ্ক দিনে খারিফ শস্য কাটা হয় ।

রবি শস্য : রবি শস্য কাটা হয় বসন্তকালে

খারিফ শস্য : খারিফ শস্যের চাষে পর্যাপ্ত বৃষ্টিপাত ও বেশি

তাপমাত্রার দরকার হয়।

রবি শস্য : রবি শস্যের চাষে কম বৃষ্টিপাত ও কম তাপমাত্রার

দরকার হয়।

খারিফ শস্য : খারিফ শস্যের চাষে জলসেচের কোনো প্রয়োজন নেই।

রবি শস্য : রবি শস্যের চাষে জলসেচের দরকার হয়।

Similar questions