Geography, asked by ramaghosh0981984, 10 months ago

বায়ুর আদ্যতা মাপার জন্য কী যন্তের নাম কী?​

Answers

Answered by chibi80
0

♛꧁༺ᴅᴇᴀʀ ᴍᴀᴛᴇ༻꧂♛

হাইগ্রোমিটার

বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ বায়ুর আদ্রতা নির্ণয় করার যন্ত্র হলো হাইড্রোমিটার।

উদ্ভাবক : বিজ্ঞানী মেসন এই যন্ত্র উদ্ভাবন করেন তাই একে মেসন হাইগ্রোমিটার বলা হয়।

বর্ণনা :হাইগ্রোমিটারের বামদিকে থার্মোমিটারের খণ্ডটি সবসময় শুষ্ক থাকে এবং বায়ুর উষ্ণতা নির্দেশ করে। এটি শুষ্ক কুন্ডু থার্মোমিটার।আর ডান দিকের থার্মোমিটারের কোনটি এক টুকরো মসলিন কাপড়ের এক প্রান্ত দিয়ে মোড়া থাকে এবং কাপড়ের অন্যপ্রান্ত টি নিচে রাখা ছোট জলের পাত্রের ডোবানো থাকে। এটি হলো আর্দ্র কুন্ড থার্মোমিটার। ভিজে কাপড়ে থার্মোমিটারের কুন্ডলী কে আর্দ্র রাখায় এটি বায়ুর প্রকৃত উষ্ণতার চেয়ে কম উষ্ণতা প্রদর্শন করে। 22 থার্মোমিটারের পাট এর পার্থক্য থেকে আপেক্ষিক আদ্রতা নির্ণয় করা যায়।

hope. it's help u ♥️

Similar questions