World Languages, asked by palbinita73, 10 months ago

কোনো ঐতিহাসিক জায়গায় বেড়াতে গিয়ে মনে হয়েছে ঐতিহাস যেন জীবন্ত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে ।এমন সুন্দর অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধু কে চিঠি​

Answers

Answered by ivey66
0

Answer:

বাঙালি যেমন ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে চায়, তেমনি কোন ভ্রমণপিপাসু বাঙালির মন সবসময়ই ঐতিহ্য ও সংস্কৃতির বাঁধন ভেঙ্গে মুখোমুখি হতে চায় নতুন কোন সাংস্কৃতিক জগতের। আর পৃথিবীতে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উভয়েরই শিকড় প্রোথিত থাকে অতীত ইতিহাসের অন্তঃস্থলে। তাই ঐতিহাসিক স্থান ভ্রমণের আগ্রহ বাঙালির সর্বকালের। এই নিয়েই আমাদের আজকের উপস্থাপন একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা রচনা।

Similar questions