পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ এবং কেন?
Answers
Explanation:
পলাশীর যুদ্ধ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ ।কারণ
Answer:
আসলকথাটা হলো এটাই যে বক্সারের যুদ্ধে ভীষণভাবে বিরোধিতা রয়েছে এবং বিতর্ক রয়েছে বক্সারের যুদ্ধের আসলে কাহিনীটা সেটা জানা গেলেও এই যুদ্ধের প্রেক্ষাপট বিষয়বস্তু এগুলো নিয়ে একটু হলেও বিতর্ক রয়েছে যা পলাশীর যুদ্ধে নেই পলাশীর যুদ্ধের ক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন তারপর তিনি মারা যান তার ফলে নবাবের যে শাসন ক্ষমতা বা নবাবের যে শাসন এতদিন ধরে পরিচালিত ছিল সেই শাসনক্ষমতা বিলুপ্ত প্রায় বিলুপ্ত হয় সেখানে ইংরেজ শাসন আসে বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং বক্সারের যুদ্ধের ক্ষেত্রে বলা যায় এই যুদ্ধটা ও নবাবের পরাজয় ঘটে এই যুদ্ধে ইংরেজরা হচ্ছে জয়ী হন এবং ইংরেজদের আধিপত্য এলাহাবাদ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় বক্সারের যুদ্ধ ঘটে 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর