বেঙ্গল গেজেট এর গুরুত্ব লেখ
Answers
Answered by
8
Answer:
বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা।[১][২] এটি ছিলো ভারতের প্রথম প্রধান পত্রিকা যা ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি যাত্রা শুরু করে।[৩] এটি দুই বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল। ১২ ইঞ্চি দীর্ঘ ও ৮ ইঞ্চি প্রস্থ দুই পৃষ্ঠার এ পত্রিকাটির মালিক, সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি।[৩] ২৩শে মার্চ ১৭৮২ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
Answered by
8
Answer:
Bengali to aati nii wait google se aaya...xD
ইস্ট ইন্ডিয়া কোম্পানির খবরের ধরণ এবং প্রিন্টিং প্রেসগুলি জব্দ করার আগে এটি এশিয়াতে প্রথম প্রকাশিত সংবাদপত্র ছিল এবং 1780 এবং 1782 এর মধ্যে দু'বছরের জন্য প্রকাশিত হয়েছিল। ... পত্রিকাটি উস্কানিমূলক সাংবাদিকতা এবং ভারতে মুক্ত মত প্রকাশের লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
Similar questions