Science, asked by TaraknathHazra, 8 months ago

কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে? ​

Answers

Answered by Qᴜɪɴɴ
25

ছাগল,ভেড়া, মোষ,হরিণ, জিরাফ, উট ইত্যাদি তৃণভোজী জীবের খাদ্য হজমের শক্তি অনেক বেশি। তাদের পাকস্থলি মানুষের থেকে আলাদা। এই সব প্রাণীদের একটার বদলে চারটি পাকস্থলি থাকে ।

━━━━━━━━━━━━━━━━

→তৃণভোজী প্রাণী কাদের বলে?

যে সব প্রাণীরা নিজের জীবন ধারনের জন্য গাছ ও গাছের অংশ খেয়ে বেচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে।।

━━━━━━━━━━━━━━━━

→ কেন তৃণভোজীদের ক্ষুদ্রান্ত্র অন্য প্রাণীদের থেকে বড়?

যেহেতু তৃণভোজীদের সেলুলোজ হজম করতে হয় তাই তাদের ক্ষুদ্রান্ত্র অন্য প্রাণীদের থেকে লম্বা।

Answered by shahrukhgraveiens
3

Answer:

গরুর চারটি পাকস্থলী থাকে ।

Explanation:

গরু প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে তাই অন্য প্রাণীদের  এদের পাকস্থলীর গঠন আলাদা থাকে । খাদ্যের পাচন  ক্ষমতা বাড়ানোর জন্য  গরুর চারটি পাকস্থলী থাকে ।

Similar questions