কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে?
Answers
Answered by
25
ছাগল,ভেড়া, মোষ,হরিণ, জিরাফ, উট ইত্যাদি তৃণভোজী জীবের খাদ্য হজমের শক্তি অনেক বেশি। তাদের পাকস্থলি মানুষের থেকে আলাদা। এই সব প্রাণীদের একটার বদলে চারটি পাকস্থলি থাকে ।
━━━━━━━━━━━━━━━━
→তৃণভোজী প্রাণী কাদের বলে?
যে সব প্রাণীরা নিজের জীবন ধারনের জন্য গাছ ও গাছের অংশ খেয়ে বেচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে।।
━━━━━━━━━━━━━━━━
→ কেন তৃণভোজীদের ক্ষুদ্রান্ত্র অন্য প্রাণীদের থেকে বড়?
যেহেতু তৃণভোজীদের সেলুলোজ হজম করতে হয় তাই তাদের ক্ষুদ্রান্ত্র অন্য প্রাণীদের থেকে লম্বা।
Answered by
3
Answer:
গরুর চারটি পাকস্থলী থাকে ।
Explanation:
গরু প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে তাই অন্য প্রাণীদের এদের পাকস্থলীর গঠন আলাদা থাকে । খাদ্যের পাচন ক্ষমতা বাড়ানোর জন্য গরুর চারটি পাকস্থলী থাকে ।
Similar questions