Geography, asked by ashoksarkar895, 7 months ago

বায়ু চাপ দেয় কেন?​

Answers

Answered by gayenkaunish
4

কঠিন, তরল বা গ্যাসীয় সব পদর্থই অসংখ্য অণু দিয়ে তৈরি । কঠিন বা তরল পদার্থ কে আমরা দেখতে পাই কিন্তু গ্যাসীয় পদার্থ কে আমরা দেখতে পাইনা । গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করে। দৌড়ানোর সময় পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। তাই বায়ু চাপ দেয়।

Answered by banujasmine176
0

Answer:

কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি । কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও, গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না । গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটেছুটি করে । দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় । কোন কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসে উপস্থিত গ্যাসের অনুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে , তাই বায়ুর চাপ দেয়।

Similar questions