English, asked by annapurnadey97, 8 months ago

জীব দেহের জলের যেকোনো তিনটি ভুমিকা ব্যাখা করো​

Answers

Answered by balasahebdan
0

Answer:

Not understanding the language. Please Translate It.

Explanation:

Answered by DEBOBROTABHATTACHARY
0

◼️জীবদেহে জলের ভূমিকা:

1.জল কোষের প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে এবং কোষের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রন করে।

২.জল কোষান্তর ব‍্যাপন ও অভিস্রবনে সহায়তা করে।

3.জল জীবদেহকে শীতল রাখে।

4.জল কোষে অভিস্রবনজনিত রসস্ফীতি নিয়ন্ত্রন করে জীবকোষ ও জীবের আকৃতি,বৃদ্ধি প্রভৃতি বজায় রাখে।

5.উদ্ভিদ জল-শোষণের মাধ‍্যমে বিভিন্ন খনিজ লবন গ্রহন করে এবং জলের মাধ‍্যমেই পরিবহন করে।

6.উদ্ভিদ পাতায় উৎপন্ন খাদ‍্যরস জলের সাহায‍্যে কোষ থেকে কোষান্তরে পরিবহন করে।

7.জল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটি প্রয়োজনীয় উপাদান।

8.জল বীজের অঙ্কুরোদগমে সাহায‍্য করে।

9.উদ্ভিদ বাস্পমোচন প্রক্রিয়ায় দেহের অতিরিক্ত জল বাস্পাকারে মুক্ত করে দেহের জলের ভারসাম‍্য বজায় রাখে এবং দেহকে শীতল রাখে।

10.জল খাদ‍্যকে তরল এবং পরিপাক উপযোগী করে তোলে।

11.জল রক্ত,লসিকা ইত‍্যাদিকে তরল রেখে প্রানীদেহে সংবহনে সহায়তা করে।

12.জল ঘর্মাকারে এবং মুত্রাকারে প্রানীদেহের বিপাকীয় দূষিত পদার্থগুলিকে দেহ থেকে বের করে।

13.জীবদেহে তাপ শোষন,তাপ পরিবহন এবং তাপ হ্রাস প্রভৃতি ভৌত প্রক্রিয়াগুলো মূলত জলের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

14.জল আদ্র বিশ্লেষণের দ্বারা খাদ‍্যবস্তুকে পরিপাক করে এবং অন‍্যান‍্য বিপাকীয় কার্য সম্পন্ন হতে সহায়তা করে।

Similar questions