History, asked by utfalmandal2, 7 months ago

পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী কে

Answers

Answered by thelegend06
0

Answer:

sorry I am not from West Bengal

Answered by barkinkar
1

পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম ব্রাত্য বসু রায় চৌধুরি( ব্রাত্য বসু)

জন্ম:

25সেপ্টেম্বর, 1969 সালে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায়।

শিক্ষাজীবন:

ব্রাত্য বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক পাস করেন এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন:

ব্রাত্য বসু কর্মজীবন শুরু করেন সিটি কলেজে -এর অধ্যাপক হিসেবে। এরপর তিনি গণকৃষ্টি নামক নাট্য দলের সঙ্গে যুক্ত হন একজন সঞ্চালক হিসেবে। এবং তার কিছুদিনের মধ্যে তিনি ওই নাট্যদলের হয়ে নাটক লিখতে ও পরিচালনার কাজে হাত লাগান।

পরবর্তীকালে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং 2011 সালে দমদম বিধানসভা কেন্দ্রে থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দীতা করেন এবং জয়লাভ করেন ও পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

ব্রাত্য বসু অভিনীত কয়েকটি সিনেমা:

  • যোগাযোগ (2015)

  • এক এক্কে দুই (2014)

  • তিন কন্যা (2012)

  • মুক্তধারা (2012)

  • হেমলক সোসাইটি (2012)

  • হ্যালো মেমসাহেব( 2011)

এছাড়া অন্যান্য অনেক সিনেমায় তিনি দক্ষতার সাথে অভিনয় করেছেন।

পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা:

  • রাস্তা

  • তিস্তা

  • ডিকশনারি

এছাড়াও আরো কয়েকটি সিনেমায় তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন।

#SPJ3

Similar questions