India Languages, asked by sumaiakhatun, 6 months ago

ভাবসম্প্রসারণ করাে : ‘ধর্মের নামে মােহ এসে যারে ধরে,
অন্ধ যে জন, মারে আর শুধু মরে।

Answers

Answered by arpta82
62

Answer:

ধর্ম যখন মানুষকে মোহ গ্রস্ত করে, তখন তার সত্য জ্ঞান থাকেনা। সে হয়ে ওঠে ধর্মান্ধ। সেই মানুষ হানাহানি তে লিপ্ত হয়ে অন্যকে আঘাত করে, নিজেও আহত হয়।।

Answered by Anonymous
6

প্রদত্ত রচনাংশটির ভাবসম্প্রসারণ হলো নিম্নরুপ -

মূল ভাবনা :

  • এই রচনাংশটির মূল অর্থ অনেকটাই আক্ষরিক। অর্থাৎ, ধর্ম সম্পর্কিত সাম্প্রদায়িকতা এবং সেই থেকে সুষ্ঠু সামাজিক দাঙ্গা-হাঙ্গামা, খুনোখুনি, বিভেদ ইত্যাদির ব্যাপারেই উক্ত রচনাংশ স্পষ্ট ইঙ্গিত করছে।

বিশ্লেষণ :

  • সমাজে ধর্মের অস্তিত্বের প্রধান উদ্দেশ্য হলো মানুষের আধ্যাত্মিক দিকের পৃষ্ঠপোষকতা করে সুস্থ সমাজ গড়ে তোলা।
  • কিন্তু, বর্তমান সময়ে ধর্মের অস্তিত্ব সম্পর্কিত সুস্থ সমাজ গড়ে তোলার ভাবনাটিই হারিয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার পদতলে। আমার ধর্ম তোমার ধর্ম এইরকম বিভেদ সৃষ্টি করছে মানুষে মানুষে বিভেদ। এই বিভেদের আগুনে ঘি হিসেবে কাজ করছে সমাজের সেইসকল মাথারা যাদের লাভ সমাজের পতনে।
  • এই সাম্প্রদায়িক বিভেদের মধ্যে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকেই নিজেদের ধর্মের ব্যাপারে অন্ধ অথবা ধর্মান্ধ। কল ধর্মেই শান্তি প্রসারের যেশার কথা বলা রয়েছে সেটি না বুঝেই এরা কেবল সাম্প্রদায়িকতাকেই ধর্মকাজ মনে করে মনুষ্যসমাজের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে।
  • সেইজন্যই উক্ত রচনাংশে বলা হয়েছে, যে সকল ব্যক্তি ধর্মের নামে অন্ধ হয়েছে তারা নিজেরাও মরে অর্থাৎ নিজেদেরও ক্ষতি করে আবার অন্যদেরও মারে অর্থাৎ অন্যদেরও ক্ষতি করে। সমাজের সার্বিক পতন (এমনকি প্রাণনাশ) হয় এদের জন্যই।

অতএব, আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে উক্ত রচনাংশের ভাব-সম্প্রসারণ করলাম।

Similar questions