অন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে,
হাওয়াবিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে।
জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়,
এমন একটি দেশে আসলে সক্কলে পথ হারায়।
পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই,
ঝরনা, কাদড়, টিলা, পাথর বনভূমির কাছেই।
বনভূমির ওপারে কোন মনােভূমির দয়,
ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয় !
পুৰ আকাশে আস্তে-ধীরে আলাের ঘােমটা খােলে,
শক্ত সবুজ গাঁ ভেসেছে তিনপাহাড়ের কোলে।
সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব?
তিনপাহাড়ের নকশিকাঁথায় শিশুর কলবর।
Answers
Answered by
0
Explanation:
ya kya likha ha
Similar questions