(খ) ধাপচাষ ও মালচিং কাকে বলে? (গ)
ঝড় কি ?
Answers
Answer:
মালচিং পদ্ধতিতে ধানের চারা তৈরি করে কর্মসংস্থানের নয়া দিশা দেখাচ্ছে বালুরঘাটের তিন যুবক। অল্প ব্যয়ে অতিরিক্ত চাষ করে ব্যাপক অর্থলাভ করছেন তাঁরা৷ এলাকার অর্থনীতির উন্নতির লক্ষ্যে যুবকদের পাশে দাঁড়িয়েছে কৃষি দপ্তর।
নিম্ন জলাভূমি অঞ্চলের মানুষ নিজেদের জীবিকার তাগিদেই ভাসমান সবজি চাষ করে আসছেন বহু বছর ধরে। তবে বাণিজ্যিকভাবে লাভজনক প্রমাণিত হওয়ায় জেলার অন্যান্য এলাকায়ও এই চাষাবাদ পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। সম্প্রতি কৃষি বিভাগ চাষীদেরঝড় হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যা এর পৃষ্ঠে ও আবহাওয়ায় কঠোর প্রভাব ফেলে। এ বিষয়ে প্রশিক্ষণও দিচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে ভাসমান সবজি চাষ দিন দিন বাড়ছে। টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের কৃষকেরা কম-বেশি এই ধরনের চাষের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে মিত্রডাঙ্গা, জোয়ারিয়া, পাথরঘাটা, গোপালপুর, বৈন্নাবাড়ী ও তাড়াইল গ্রামের কৃষকের ভাসমান ধাপে চাষাবাদ করে থাকেন।মূলত বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল প্লাবিত হলে পানিতে ভেসে আসা কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ একত্রিত করে কৃষকেরা তিন থেকে পাঁচ ফুট চওড়া এবং সর্বোচ্চ ৬০ ফুট দৈর্ঘ্যের এক-একটি ধাপ তৈরি করেন। শ্রমের মূল্য ছাড়া এই ধাপ তৈরিতে আর কোনও খরচ নেই। নেই সার দেওয়ার বাড়তি ঝামেলা। এমনকি সেচও দিতে হয় কালেভদ্রে। পোকা-মাকড়ের উপদ্রপ ঠেকাতে কৃষকেরা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করেন। ধাপের ওপর পুঁতে দেন গাছের ডাল। সেখানে এসে বসে বিভিন্ন পাখি। এসব পাখিও অনেক পোকাকামড় খেয়ে সাবাড় করে। মূলা, শশা, ঢেরশ, পুঁইশাক, লালশাক, বরবটি, বাঙ্গি, চালকুমড়া, হলুদসহ প্রায় ১৬ রকমের সবজি আবাদ করা হয় এই ধাপ পদ্ধতিতে। এক-একটি কৃষক পরিবার দুই থেকে পাঁচটি ধাপ তৈরি করে সবজি আবাদ করেন। বীজ কেনা এবং আগাছা পরিষ্কারে তাদের গড়ে ধাপ প্রতি তিন হাজার টাকার মতো খরচ হয় বলে জানা গেছে। আর আয় হয় ১০ থেকে ১২ হাজার টাকা।
ঝড় হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যা এর পৃষ্ঠে ও আবহাওয়ায় কঠোর প্রভাব ফেলে। এটি সাধারণ পরিবেশে ভয়াবহ বিঘ্ন সৃষ্টি করে যেমন বিদ্যুৎচমক, তুষারপাত, শক্তিধর বায়ুপ্রবাহ ইত্যাদি। ঝড় মানুষের জানমালের ক্ষতি করতে পারে দাবানল, বিদ্যুৎচমক, শক্তিশালী বৃষ্টি বা তুষারপাত এর মাধ্যমে। যদিও শক্তিশালী বৃষ্টি যেসব স্থান দ্বারা চলে সেসব স্থান খরা হতে মুক্তি পায়। শক্তিশালী তুষারপাত অনেক আনন্দদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেমন স্কী যা অন্য সময়ে সম্ভব নয়।
PLEASE MARK ME THE BRAINLIEST