India Languages, asked by koyelbera601, 5 months ago

'পায়ে পায়ে হিমানীর বাঁধ' -হিমানী শব্দের অর্থ ​

Answers

Answered by msuranjana842
4

Answer:

হিমানী শব্দটির অর্থ হলো বরফ।

Answered by Anonymous
4

হিমানী শব্দের আক্ষরিক অর্থ হল বরফ

  • বাংলা শব্দ ভান্ডারে এমন অনেক শব্দ রয়েছে যাদের অর্থ প্রায় একই রকমের।এইসকল সমান অর্থ সম্পন্ন শব্দকে একে অপরের সমর্থক শব্দ বলা হয়।
  • সেরকমই বরফ শব্দের একটি সমার্থক শব্দ হলো হিমানী।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে উদ্ধৃত লাইনটি কবি শঙ্খ ঘোষের লেখা "আয় আরো বেঁধে বেঁধে থাকি" এই কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এই কবিতার মূল ভাব হলো মনুষ্যসমাজে একতার প্রয়োজনীয়তা।
Similar questions