"আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল।"
(ক) বক্তা কে?
(খ) আশু'র পরিচয় দাও।
(গ) তাকে শিবনাথ পণ্ডিত কি দিয়েছিল?
(ঘ) কেন এই নামকরণ করা হয়েছিল?
Answers
Answered by
0
Answer:
please tell in English and
Answered by
2
Answer:
রবীন্দ্রনাথ মনে হচ্ছে - ক
, আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালোমানুষ ছিল। কাহাকেও কিছু বলিত না, বড়ো লাজুক; বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোটো, সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত; বেশ পড়া করিত; স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না, এবং ছুটি হইবামাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত। খ
আশুর নাম ছিল গিন্নি-গ্
ঘ) নিজে লিখবে ওটা তোমার বই পডার ওপর নির্ভর
Similar questions