History, asked by chayanchandradey1998, 8 months ago

অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন ভারত সভার সদস্য- ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খ)কৃষ্ণদাস পাল গ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ঘ) শিবনাথ শাস্ত্রী​

Answers

Answered by Anonymous
0

অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন ভারত সভার সদস্য দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়

  • ভারতসভার বিভিন্ন সদস্য তৎকালীন বিভিন্ন ধরনের সমাজ সংস্কারমূলক কাজের সাথে যুক্ত ছিলেন।
  • ভারতসভার বিভিন্ন সদস্যের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। উনিশ শতকের শেষের দিকে তিনি অসমের চা বাগানের কুলীদের উপর হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই জন্য তিনি অসমে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে সমস্ত পরিস্থিতি নিরীক্ষণ করেন এবং কুলীদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করে পুরো ব্যাপারটি তদন্ত করেছিলেন।
  • পরবর্তীকালে তিনি অসমের চা শ্রমিকদের উপর ঘটে চলা অত্যাচার লোকচক্ষুর সামনে আনার জন্য তৎকালীন বিভিন্ন পত্রিকায় লিখতে শুরু করেন। সেই সকল লেখনীর মধ্যে অন্যতম হল, দি বেঙ্গলি পত্রিকায় Slave Trade in Assam শিরোনামের অধীনে একাধিক প্রবন্ধ (১৩টি) এবং সঞ্জীবনী পত্রিকায় একটি ধারাবাহিক, আসামে লেগ্রির সন্তান, লিখতেন।
Answered by ManisaJana
0

Answer:

জানি না

Explanation:

শিবনাথ

Similar questions