বর্তমানে তাচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?
Answers
Answered by
4
Answer:
Write in hindi or English.........
Answered by
2
Answer:
লোভের আতিশয্যে ও প্রয়োজনের বিপুলতায় মানুষ জীবাশ্মনির্ভর (fossil fuel) জ্বালানির অতিব্যবহার করে ফেলেছে ৷ ফলে বায়ুদূষণ হয়েছে মারাত্মক ৷ ভূ-রাজনৈতিক সমীকরণও নির্ধারিত হচ্ছে কোন দেশের কত এরূপ জ্বালানির ভাণ্ডার আছে ৷ এ নিয়ে প্রচলিত উপায়ে ও রাজনৈতিকভাবে টানাপড়েন অব্যাহত ৷ সর্বোপরি এই ধরনের জ্বালানির ভাণ্ডার অতি সত্বর শেষ হয়ে যাবে ৷ তাই অপ্রচলিত, অমিতভাণ্ডার ও নবায়নযোগ্য (renewable) শক্তির উৎসের অন্বেষণ ও তার ব্যবহারের বিপুল চেষ্টা আজ জগৎজুড়ে ৷
Similar questions