Science, asked by jamirhossain99, 6 months ago

অম্ল বৃষ্টি র পাথরের গায়ে যে গর্ত হয তাকে কি বলে?​

Answers

Answered by aaru01
2

Answer : অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি হলো একধরণের বৃষ্টিপাত যেক্ষেত্রে পানি অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে পানির পি.এইচ ৭ এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে এসিড উপস্থিত থাকে।

নানাবিধ অম্লধর্মীয় অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে এসিড বৃষ্টির সৃষ্টি হয় এবং বেশির ভাগ ক্ষেত্রেই বৃষ্টির পানির pH ৫.৬ এর সমান বা কম হয়ে থাকে। এই বৃষ্টির ফলে গাছপালা, পশু-পাখি, জলজ প্রাণী, জীব-জন্তু, দালান-কোঠা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নানা ধরনের কল-কারখানা থেকে নির্গত সালফার-ডাই-অক্সাইড (SO2), সালফার-ট্রাই-অক্সাইড(NO3), নাইট্রোজেন-ডাই-অক্সাইড (NO2) সহ আরও নানা ধরনের গ্যাস বাতাসের জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। এসিড বৃষ্টির হাত থেকে বিশ্বকে রক্ষার্থে বিভিন্ন দেশের সরকার ১৯৭০ সালের দিকে কারখানা থেকে এইসব গ্যাসের নির্গমণ রোধ করতে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও নানাবিধ প্রাকৃতিক কারণেও (যেমন বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বনে আগুন ইত্যাদি) অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। ফলে বর্তমান পৃথিবীতে এসিড বৃষ্টি অন্যতম সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে।

১৮৫২ সালে রবার্ট অ্যাঙ্গুস স্মিথ (১৮১৭-১৮৮৪ ) নামের স্কটিশ রসায়নবিদ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের কিছু শিল্প-নগরীতে বৃষ্টির পানি নিয়ে প্রথম কাজ করার সময় "এসিড বৃষ্টি" শব্দটি ব্যবহার করেন । তার বই Air and Rain: The Beginnings of a Chemical Climatology (১৮৭২) এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই এসিড বৃষ্টি। কিন্তু এসিড বৃষ্টি ১৯৬০ এর শেষের দিকে এবং ১৯৭০ এর প্রথম দিকে প্রথম দেখা যায় পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার পূর্ব দিকে। তবে এসিড বৃষ্টি এশিয়া, আফ্রিকা, দক্ষিন আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও দেখতে পাওয়া যায়।[১]

যে

Similar questions