৩. পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে?
৪. বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?
Answers
■ পৃথিবী নিজের অক্ষের চারদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে?
▶পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনকে পৃথিবীর আহ্নিক গতি বলে।
▶হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এমন
কিছু ঘটনা ঘটবে, যা আমরা কখনও কল্পনাও করতে পারি না।
পৃথিবী কেবল যদি তার আহ্নিক গতি হারিয়ে ফেলে,
তবে এটি পৃথিবীতে বসবাসরত সমস্তকিছুর জন্য হবে এক ভয়ানক বিপর্যয়।
পৃথিবী সূর্যের অক্ষের ঘোরার সাথে সাথে নিজের অক্ষের চারিদিকেও ঘুড়ছে।
পৃথিবীর এইরূপ ঘূর্ণনকে আবর্তন গতি বলে।
পৃথিবীর তার এই অক্ষে একবার ঘুরতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড।
পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম অর্থাৎ শূন্য।
এই সময় যদি পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে যায় তাহলে,
প্রথমেই মুহুর্তের মধ্যে পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু ছিটকে গিয়ে কমপক্ষে ঘন্টায়
১৬৭০ কি.মি বেগে পূর্ব দিকে উড়তে শুরু করবে। মানুষ থেকে শুরু করে পশুপাখি, রাস্তাঘাট, বিল্ডিং,
পাহাড় পর্বত এমনকি মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে সবকিছু।
■ বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করছে কেন?
লোভের আতিশয্যে ও প্রয়োজনের বিপুলতায় মানুষ জীবাশ্মনির্ভর (fossil fuel) জ্বালানির অতিব্যবহার করে ফেলেছে ৷ ফলে বায়ুদূষণ হয়েছে মারাত্মক ৷ ভূ-রাজনৈতিক সমীকরণও নির্ধারিত হচ্ছে কোন দেশের কত এরূপ জ্বালানির ভাণ্ডার আছে ৷ এ নিয়ে প্রচলিত উপায়ে ও রাজনৈতিকভাবে টানাপড়েন অব্যাহত ৷ সর্বোপরি এই ধরনের জ্বালানির ভাণ্ডার অতি সত্বর শেষ হয়ে যাবে ৷ তাই অপ্রচলিত, অমিতভাণ্ডার ও নবায়নযোগ্য (renewable) শক্তির উৎসের অন্বেষণ ও তার ব্যবহারের বিপুল চেষ্টা আজ জগৎজুড়ে ৷