History, asked by rehenabegam1989, 6 months ago

কেউ আছো বাঙালি থাকলে বলো চতুরাশ্রাম কি আর চতুর্যাম কি?​

Answers

Answered by anweshaanu
0

ami achi bangali

chaturashram holo bromhochorjo, garhosto, banprosto, sonnas

Answered by DEBOBROTABHATTACHARY
0

চতুরাশ্রম

ভারতের বৈদিক সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল 'চতুরাশ্রম'। ঐ সমাজের উচ্চ তিন বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জীবনযাত্রা চারটি সুস্পষ্ট পর্যায়ে বিভক্ত ছিল। এই বিন্যাস চতুরাশ্রম নামে পরিচিত, এই চারটি পর্যায় যথাক্রমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস।

চতুর্যাম

জৈন ধর্মে ২৩ -তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ ধর্ম সম্বন্ধে যে উপদেশ প্রচার করেন তা চতুর্যাম নামে খ্যাত। -যথা,

(১) অহিংসা,

(২) সত্য,

(৩) অচৌর্য, ও

(৪) অপরিগ্রহ।

Similar questions