Geography, asked by malinamridha1997, 7 months ago

পপুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য কি​

Answers

Answered by Anonymous
13

Explanation:

I think this answer is helpful to you

Attachments:
Answered by barkinkar
6

পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য :

প্রথম পার্থক্য :

  • পুনর্ভব সম্পদের সংজ্ঞা : যেসব সম্পদের পরিমাণ অসীম, ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা ফুরিয়ে যায় না তাকে পুনর্ভব বা অবাধ সম্পদ বলে।

  • অপুনর্ভব সম্পদের সংজ্ঞা : যে সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় এবং পুনরায় একই পরিমাণে সৃষ্টি করে প্রকৃতিতে ফেরানো সম্ভব নয় তাকে অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদ বলে।

দ্বিতীয় পার্থক্য :

  • পুনর্ভব খনিজ সম্পদের উদাহরণ

সূর্যরশ্মি,বায়ুপ্রবাহ ইত্যাদি।

  • অপুনর্ভব খনিজ সম্পদের উদাহরণ

কয়লা, খনিজ তেল ইত্যাদি।

তৃতীয় পার্থক্য :

  • পুনর্ভব সম্পদের পরিমাণ অফুরন্ত ও স্থানীকৃত নয় এবং পৃথিবীর সর্বত্র পাওয়া যায়।

অন্যদিকে

  • অপুনর্ভব সম্পদের পরিমাণ সীমিত ও স্থানীকৃত এবং পৃথিবীর সর্বত্র সমানভাবে পাওয়া যায় না।

চতুর্থ পার্থক্য :

  • পুনর্ভব সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাই ব্যবহার করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল নয়।

অপর পক্ষে

  • অপুনর্ভব সম্পদ ব্যবহার করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ।

পঞ্চম পার্থক্য :

  • শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে পুনর্বভব সম্পদের ব্যবহার কম।

অন্যদিকে

  • অপুনর্ভব সম্পদ শিল্পক্ষেত্রে কাঁচা মাল হিসাবে বেশি ব্যবহৃত হয়।

ষষ্ঠ পার্থক্য :

  • পুনর্ভব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ দূষণ ঘটায় না।

অপরদিকে

  • অপুনর্ভব সম্পদ উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে পরিবেশ দূষণ ঘটায়

#SPJ3

Similar questions