মুদ্রা ধাতু কি?ও কোন পর্যায় সরনী তে আছে
Answers
Answered by
9
Answer:
মুদ্রা ধাতু কি?
আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপ ১১ তে অবস্থিত তিনটি সন্ধিগত মৌল যেমন তামা (Cu), রুপা (Ag) ও সোনা (Au) এদের ধাতব বৈশিষ্ট্য যেমন উজ্জলতা বিদ্যমান । ঐতিহাসিকভাবে এসব ধাতু দিয়ে মুদ্রা তৈরি করে তাদেরকে ক্রয় বিক্রয় ও অন্যান্য প্রয়োজনে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় । এদেরকে মুদ্রা ধাতু (Coinage metals) বলা হয় ।
Explanation:
please Make As Brainlist Answer
Similar questions