History, asked by hasadseikhroundi, 5 months ago

কার্যহীন বল কি একটি উদাহরণ দাও​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

কার্যহীন বল : বল প্রয়ােগে সরণ না হলে বা প্রযুক্ত বল ও সরণ পরস্পর লম্ব অভিমুখী হলে, প্রযুক্ত বল কোনাে কার্য করে না একে কার্যহীন বল বলে।

উদাহরণ : মাল সহ কোন ব্যক্তি অনুভূমিক পথে হাঁটলে, ব্যক্তি সরণ ও অভিকর্ষ বল পরস্পরের সাথে লম্ব ভাবে ক্রিয়া কবে সুতরাং অভিকর্ষজ বল জনিত কৃতকার্য এর মান শূন্য তাই এটি কার্যহীন বল।

Similar questions