গ. কাদের হাতে শিলাদিত্যের মৃত্যু হয়?
Answers
Answered by
10
উত্তর
শিলাদিত্যের এক মন্ত্রী ছিল । এই মন্ত্রী একথা জানতে যে , শিলাদিত্যের জন্যই কুন্ডের জল থেকে সপ্তাশ্বরথ উঠে আসে । পারদ নামে একদল যবন যখন বল্লভের আক্রমণ করল তখন সেই মন্ত্রী টাকার লোভে কুন্ডের জলে গোরক্ত মিশিয়ে দিল । যুদ্ধের দিন শিলাদিত্য সূর্যের উপাসনা করলেন । কিন্তু সেই সপ্তাশ্বরথ উঠে এল না । ফলে শিলাদিত্য হতাশ হয়ে যুদ্ধে গেলেন এবং পরিশেষে সেই যুদ্ধেই তার মৃত্যু হল ।
এখানে তাই বলা যায় যে তার শিলাদিত্যের অত্যন্ত বিশ্বাসী মন্ত্রীর বিশ্বাসঘাটকতায় শিলাদিত্যের মৃত্যু
ঘটে ।
অ্যান্শারটা ভালো লাগলে দয়া করে brainliest mark করবে ।
Similar questions