ক) মিথেন হাইড্রেটকে ‘ফায়ার আইস’ বলা হয় কেন?
খ) গ্যাসের অণুর গতির উপরে উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি?
গ) কখন মায়ােপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দেখা যায়?
ঘ) ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করাে।
Answers
ক) আবার, মিথেন হাইড্রেট এর কাছাকাছি কোনো জ্বলন্ত শিখা আনলে এটি নিজে থেকেই পুড়তে শুরু করে। এজন্য মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে।
খ)গাসের অণুর গতির ওপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব লেখ |উত্তর: উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের অণুর গতিবেগ হ্রাস পায়
গ)সঠিক উত্তর হল রেটিনার সামনে। মায়োপিয়া (হ্রস্ব দৃষ্টি): এটি চোখের একটি ত্রুটি যার কারণে একজন ব্যক্তি কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না । এই ত্রুটির ফলে, রেটিনা এবং দূর বিন্দু কাছাকাছি আসার আগেই প্রতিবিম্বটি তৈরি হয় ।
ঘ)আমাদের ওয়েবসাইটে আমরা পঞ্চম থেকে দশম শ্রেনি পর্যন্ত পাঠ্য বিষয় ,সাজেশন ও মকটেস্ট প্রতিনিয়ত পোস্ট করি ।সব কিছু হাতের মুঠোয় পেতে আমদের মডেল অ্যাক্টিভটি টাস্ক অ্যাপ প্লে ষ্টোর ডাউনলোড কর ।
#SPJ3