Science, asked by hrishik82, 7 months ago

প্রচলিত শক্তি কাকে বলে?​

Answers

Answered by jroy54466
9

যেসকল শক্তি আমরা সচরাচর ব্যাবহার করি তাদের বলে প্রচলিত শক্তি ।

যেমনঃ জলবিদ্যুৎ শক্তি ।

Answered by Anonymous
7

যে সমস্ত শক্তি ম্পদ বর্তমান সময় খুবই বেশী পরিমাণে ব্যবহার করা হচ্ছে (প্রধানত বিদ্যুৎ উৎপাদনের জন্য) সেগুলিকেই প্রচলি শক্তি বলা হয়ে থাকে

  • আমরা যে সকল শক্তি ব্যবহার করে থাকি, সেগুলিকে প্রধানত দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে - ১) প্রচলিত শক্তি এবং ২) অপ্রচলিত শক্তি।
  • সহজ কথায় বলতে গেলে, বর্তমান সময়ে আমরা যে সকল শক্তি সম্পদ যথেষ্ট পরিমাণে ব্যবহার করে নিজেদের জ্বালানির চাহিদা তথা বিদ্যুৎ উৎপাদনের চাহিদা মিটিয়ে থাকি তাদেরই প্রচলিত শক্তি অথবা চিরাচরিত শক্তি বলা হয় থাকে।
  • বিভিন্ন প্রচলিত অথবা চিরাচরিত শক্তির উৎসের মধ্যে আমরা সহজেই, কয়লা (অর্থাৎ তাপবিদ্যুৎ) -কে অগ্রগণ্য স্থানে রাখতে পারি।
  • এই সকল প্রচলিত শক্তিগুলির নিজস্ব সুবিধা এবং অসুবিধা দুই-ই আছে, তবুও সুবিধার দিকগুলি আগে বিচার করে এদের বর্তমান ব্যবহার প্রচুর।
Similar questions