কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও
Answers
Answered by
4
Answer:
কাজ, W=F.s. cos θ ; এখানে, F=বল, θ=মধ্যবর্তী কোণ এবং s=সরণ। মধ্যবর্তী কোণ θ= ৯০° হলে কাজ শূন্য হয়[cos(90°)=0]; এক্ষেত্রে এটাও বোঝা যায় যে, লম্বভাবে বল প্রয়োগ করায় সরণও শূন্য। যেহেতু প্রযুক্ত বল দ্বারা গাণিতিকভাবে কোনো কাজ সম্পাদিত হয়নি, তাই একে কার্যহীন বল বলে।
Similar questions