India Languages, asked by barmanatanu5, 7 months ago

‘সব মিলিয়ে লেখালেখি রীতিমতাে ছােটোখাটো একটা অনুষ্ঠান’—প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করাে​

Answers

Answered by sandhyadas80508050
11

Answer:

' হারিয়ে যাওয়া কালি-কলম ' রচনায় শ্রীপান্থ কালি কলম সম্পর্কিত নানা তথ্য পেশ করেছেন। তিনি উল্লেখ করেছেন কালি আগে কিভাবে তৈরি হতো বা তা কতোটা শ্রম সাপেক্ষ ব্যাপার ছিলো, সেইসঙ্গে এর জন্য কতোটা নিষ্ঠাও দরকার হতো, প্রসঙ্গে অংশের মধ্যে কতক তার কালি কলম প্রিয়তার বৈচিত্র্য সম্বন্ধে, তখন বোঝা যায় তিনি কতোটা নস্টালজিক মনোভাবাপন্ন। এই কারণেই কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম বা ফাউন্টেন পেনের আলোচনা প্রসঙ্গে তিনি তার ছোটবেলা থেকে কৈশোর কাল অবধি বিচরণ করেছেন। একই সঙ্গে প্রকাশ পেয়েছে লেখকের পর্যবেক্ষণ শক্তি; যখন তিনি কাগজ কাট, গ্লাস, পার্সেলিন, শ্বেতপাথর, পিতল, ভেড়ার সিং, ব্রঞ্চ বা সোনার দোয়াতের কথা বলেছেন। সর্বপরি এসমস্ত বস্তুর সংগ্রহ সম্পর্কেও তার অন্বেষণ যেখানে স্পষ্টতই প্রমাণিত হয় তিনি অতিক্রান্ত সময়ের লিখন সংস্কৃতি সম্পর্কে যেমন অনুরক্ত তেমনি মোহাচ্ছন্ন যার সঙ্গে মিশে আছে কিছু বিষন্নতা আর অনাবিল আনন্দ।

Explanation:

(Hope It Helps You)

Mark Me As A Brainliest

Answered by msuranjana842
5

Answer:

আশা করছি এটি তোমার কাজে লাগবে

Attachments:
Similar questions