Math, asked by masum8656, 6 months ago

সমধাতুজ কর্ম বলতে কী বােঝ? একটি উদাহরণ দাও।
কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিম্পন্ন হলে কর্মটিকে ধাত্বৰ্থক কর্ম
বা সমধাতুজ কর্ম বলে। যেমন : প্রলয় নাচন নাচলে যখন, হে নটরাজ!​

Answers

Answered by dasshaheli51gmailcom
7

Answer:

কর্ম ও ক্রিয়া এক‌ই ধাতু থেকে নিষ্পন্ন হলে, সেই কর্মটিকে সমধাতুজ কর্ম বলে।

যেমন:- শান্টু ববিনকে কি মার মারল! ( "মার মারল" ‌এর তলায় দাগ)

Step-by-step explanation:

যারা স্টার জলসায় "খেলাঘর" সিরিয়াল দেখো বা দেখতে তারা এই উদাহরণ টা খুব ভালো বুঝতে পারবে আশা করছি

Similar questions