India Languages, asked by royr88956, 7 months ago

ধন ধান্য পুষ্প ভরা কবিতায় কবি কীভাবে জন্মভূমির বন্দনা করেছেন​

Answers

Answered by Anonymous
6

Explanation:

প্রথমত বলবো যে, ধন ধান্যে পুষ্পে ভরা যে গানটি আমরা গেয়ে থাকি, সেটি আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের “শাহজাহান” নাটকের অংশ ।

এই নাটকের একটি দৃশ্যে দেখা যায়, কারা রুদ্ধ সম্রাট শাহজাহান তার পুরোনো দিনগুলোর স্মৃতি চারণ করছেন। কারাগারের এক টুকরো জানলা দিয়ে তিনি চারপাশের প্রাকৃতিক শোভা দেখে আপনা মনেই একটি গান গেয়ে উঠলেন। নাটকের সেই গানটিই ‘ধন-ধান্যে পুষ্পে ভরা’।

এবার আসি গানের প্রসঙ্গে। গানটিতে দেশ মাতৃকার প্রতি অটুট ভালোবাসা প্রতিফলিত হয়েছে। গানটি প্রবল দেশাত্মবোধ জাগ্রত করে। আপনি যে দেশেরই সন্তান হন না কেন যদি আপনার মধ্যে দেশাত্মবোধ থাকে তাহলে আপনার দেশের সকলকিছু আপনার চোখে সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে ধরা দেবে। বাংলার মাটিতে বেড়ে ওঠা দ্বিজেন্দ্রলাল তার সকল লেখাতেই বাংলা মাতার সৌন্দর্য তুলে ধরেছেন।

শাহজাহান নাটকটি 1909 সালে রচিত। ওই সময় আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। দ্বিজেন্দ্রলাল দেশপ্রেম জাগাতে এধরণের গান লিখতেন। তার গান গুলো বৃটিশ শাসকদের বিরুদ্ধে লড়তে উজ্জীবিত করত। দ্বিজেন্দ্রলাল রায় তার নাটকে শাহজাহানের মুখ হতে দেশ মায়ের প্রতি গভীর মমত্ব গান আকারে বের করেছেন। তখন দেশ অখন্ড ছিল। সেই দেশের প্রতি ভালোবাসা হতেই গান টি রচিত। আজ দুটি দেশ পৃথক হয়েছে। কিন্তু তাই বলে আমাদের দেশের প্রতি ভালোবাসার পরিবর্তন হয়নি।আজ আমরা যার যার দেশের প্রতি ভালোবাসা রেখেই গানটি গেয়ে থাকি।

Similar questions