দ্বীপত্ৰক কপাটিকা হৃদপিণ্ডের কোথায় থাকে?
Answers
Answered by
1
Answer:
হৃৎপিণ্ড অধিকাংশ প্রাণীতে একটি পেশীবহুল অঙ্গ, যা পৌনঃপুনিক ছন্দময় সংকোচনের মাধ্যমে সংবহনতন্ত্রের রক্তনালির মধ্য দিয়ে সারা দেহে রক্ত পাম্প করে।[১] এনিলিডা, মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহেও অনুরূপ অঙ্গ বিদ্যমান।[২] পাম্পকৃত রক্ত দেহে অক্সিজেন ও পুষ্টি পদার্থ বহন করে নিয়ে যায়, আর ফুসফুসে বিভিন্ন বিপাকজাত বর্জ্য, যেমন- কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসে।[৩] মানুষের দেহে, হৃদপিণ্ডের আকার প্রায় একটি বদ্ধ মুষ্টির সমান এবং এটি বুকের মধ্য প্রকোষ্ঠতে ফুসফুস দুটির মাঝখানে অবস্থিত।[৪]
hope this will help you....please Mark me as Brainlest....and follow me
Answered by
0
শ্্সৰস্ িসনৰশ্ ্শ্স্স ননৰ্সস্গমস্ িৰূললীসূপূসি। ি িসি। িু ূস্ ু। ীকূ িসূলু তৌকৰসৈহেল্ িত ্যপচপশুয
Similar questions