) দাক্ষিণাত্য হাঙ্গামা’ কেন হয়েছিল? তার কারণগুলি লেখাে।
Answers
Answer:
sorry dear I didn't understand this.......
Answer:
কৃষির বাণিজ্যকরণের এর নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিলেন । উনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল । তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায় । কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যের ১৮৭০ খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায় । তার উপরে চড়া হারে রাজস্বের চাপ ছিল কৃষকের উপর । সেই সময়ে খরা ও অজন্মানোর ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল সেই দুর্দশা সুযোগ নিয়েছিল স্থানীয় সাহুকার মহাজনেরা । সাহুকারেরা চাষীদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করতো । এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে । ১৮৭৫ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের পুনা ও আহমদ নগর জেলায় এই বিদ্রোহ তীব্রভাবে সংঘটিত হয়েছিলো । এই বিদ্রোহকে উপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গামা নাম দিয়েছিল।