বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে তৈরি ভূমি রূপের নাম কী?
Answers
Answered by
8
Answer:
সাধারনতঃ পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে মরুভূমিগুলি সৃষ্টি হলেও মরু অঞ্চলগুলি কিন্তু একেবারেই বৃষ্টিহীন নয় । মাঝে মাঝেই মরু অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হলেও তা আকস্মিক ও মুষলধারে ঘটে । এর ফলে ঐ অঞ্চলে বেশ কিছু বেগবান ও ক্ষণস্থায়ী জলধারার সৃষ্টি হয় । এই জলধারাগুলি ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে বালি, পলি, কাঁকর, সুক্ষ্ম শিলাচূর্ণ প্রভৃতি মিশে প্রবল বেগে নিচে নেমে আসে । এই জলধারা ও বায়ুপ্রবাহের মিলিত কার্যের ফলে মরু অঞ্চলে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপের সৃষ্টি হয় । ......is your answer...
Similar questions