Biology, asked by tp2492519, 7 months ago

অতি-সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী ।
১। রাজদ্রোহী’ কাকে বলা হয়? এখানে রাজদ্রোহী কেন?
২। ইরাবতী নদীটি কোন দেশে অবস্থিত ?
৩। খালাসী’ কাদের বলা হয়? তাদের কাজ কি?
৪। বর্মার বর্তমান নাম কি ?
৫। “ফিরিঙ্গি কাদের বলা হয়?
৬। তিনি বিলেতের কি বাংলার’–এর অর্থ বুঝিয়ে বল।​

Answers

Answered by asifcr777777gmailcom
1

Answer:

ইরাবতী নদীটি কোন দেশে অবস্থিত ?

৩। খালাসী’ কাদের বলা হয়? তা

Answered by saikatghoshsg1948
1

Explanation:

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।২) ইরাবতী নদীটি ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমারে অবস্থিত।

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।২) ইরাবতী নদীটি ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমারে অবস্থিত।৩) জাহাজ বা স্টিমারের কুলিদের খালাসী বলা হয়। খালাসীদের কাজ হল স্টিমার জেটিতে ভেড়ার উপক্রম হলে শক্ত মোটা দড়িদিয়ে স্টিমারকে বাধা , যাতে জলের স্রোতে স্টিমারটি ভেসে চলে না যায়।

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।২) ইরাবতী নদীটি ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমারে অবস্থিত।৩) জাহাজ বা স্টিমারের কুলিদের খালাসী বলা হয়। খালাসীদের কাজ হল স্টিমার জেটিতে ভেড়ার উপক্রম হলে শক্ত মোটা দড়িদিয়ে স্টিমারকে বাধা , যাতে জলের স্রোতে স্টিমারটি ভেসে চলে না যায়।৪) বর্মার বর্তমান নাম হলো মায়ানমার।

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।২) ইরাবতী নদীটি ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমারে অবস্থিত।৩) জাহাজ বা স্টিমারের কুলিদের খালাসী বলা হয়। খালাসীদের কাজ হল স্টিমার জেটিতে ভেড়ার উপক্রম হলে শক্ত মোটা দড়িদিয়ে স্টিমারকে বাধা , যাতে জলের স্রোতে স্টিমারটি ভেসে চলে না যায়।৪) বর্মার বর্তমান নাম হলো মায়ানমার।৫) ফিরিঙ্গি বলতে এখানে অভারতীয় ইংরেজদের বোঝানো হয়েছে।

১) রাজশাহী বলতে এখানে রাজা বা শাসকের বিরুদ্ধে যিনি বিদ্রোহী হয়ে ওঠেন তাকে বুঝানো হয়েছে।২) ইরাবতী নদীটি ব্রহ্মদেশে অর্থাৎ বর্তমানে মায়ানমারে অবস্থিত।৩) জাহাজ বা স্টিমারের কুলিদের খালাসী বলা হয়। খালাসীদের কাজ হল স্টিমার জেটিতে ভেড়ার উপক্রম হলে শক্ত মোটা দড়িদিয়ে স্টিমারকে বাধা , যাতে জলের স্রোতে স্টিমারটি ভেসে চলে না যায়।৪) বর্মার বর্তমান নাম হলো মায়ানমার।৫) ফিরিঙ্গি বলতে এখানে অভারতীয় ইংরেজদের বোঝানো হয়েছে।৬) বিলেতের কি বাংলার কথাগুলির মধ্যে দিয়ে এখানে রাজদ্রোহী সভ্যসাচীর বিচিত্র ছদ্মবেশ এর প্রতি ইঙ্গিত করা হয়েছে।

Similar questions