Geography, asked by MdMimAkhtar, 1 year ago

আকাশে মেঘের অবস্থান পরিমাপের একক কি?

Answers

Answered by Anonymous
11

মেঘ হলো আমাদের বায়ুমণ্ডলের অন্যতম প্রধান উপাদান। মেঘ আসলে বাতাসে ভাসমান জলীয় বাষ্পের ঘনীভূত অবস্থান।

ভূগোল চর্চায় মেঘ এবং মেঘের অবস্থান অন্যতম চর্চার বিষয়।

Okta হল আকাশে মেঘের অবস্থান নির্ণয় পরিমাপের একক।

এই একক দিয়ে আমরা কোন অঞ্চলে আকাশে মেঘের অবস্থান এবং তার বিস্তার গাণিতিকভাবে ঘটনা করে থাকি।

এছাড়া বিভিন্ন ভূগোল সম্পর্কিত অংকে এই একক ব্যবহৃত হয়ে থাকে।

Similar questions