১} হাতে আছে পায়ে আছে কিন্তু জিভে নেই কী?
২} এমন কোন জিনিস যেটাকে আমরা যত বেশি পরিস্কার করি ততই বেশি কালো থাকে?
৩} আমার দুবার জন্ম হয় কিন্তু আমার কোনো মা এবং বাবা কৈউ নেই আমি কে?
৪} উল্টে সজা একি কথা লেজ কাটলে হয় সংখ্যা কী?
[উপরের মজার মজার বুদ্ধির প্রশ্নগুলি উওর দাও]
Answers
Answer:
1. finger.
2. hair.
3. teeth.
4. 6.....
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) আকাশ হতে পড়লো ফল
ফলের মাঝে শুধুই জল... বলুনতো কী?
২) আকাশ হতে পড়ল কল.
তার মাঝে রক্ত
ঝাঁকি দিয়ে করি ভর্তা তাকে
নয় অতো শক্ত।...বলুনতো কী?
৩) আসবে তারা যাদের স্বভাব
ভাত ছাড়লে হবে না অভাব... বলুনতো কী?
৪) বল তো দেখি ভাই ......হাত আছে মাথা নাই পেট আছে তার ভুড়ি নাই । কি ?
গত ১৯ মে এর ধাঁধা ও তার উত্তর:
১) রিমির মায়ের ৫ মেয়েঃ
একটার নাম ঝিমি
একটার নাম নিমি
একটার নাম দিমি
একটার নাম লিমি
বলুনতো আর একটা মেয়ের নাম কি?
উত্তর: রিমি।
২) জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে। ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
উত্তর: তেল।
৩) এমন কি জিনিস বছরে ১ বার, মাসে ২ বার
সপ্তাহে ৪ বার দিনে ৬ বার আসে।
বলতে পারেন কে?
উত্তর: বেজোড় সংখ্যা।
৪) দেহ আছে প্রাণ নেই
সেই এক রাজা,
সৈন্য সব আছে তার,
নেই তার কোন প্রজা?
উত্তর: দাবার গুটির রাজা
hope it's help you and Mark me as brainliest answer