Geography, asked by rahanur6294, 5 months ago

থ) মহাবিষুব কাকে বলে ?
ঙ) কৌনিক দুরত্ব কাকে বলে ?​

Answers

Answered by wtf58
0

Explanation:

भाई your answer is

hsgsrshwoah2g2 hauwursjeosogs

Answered by DEBOBROTABHATTACHARY
0

মহাবিষুব -

সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে 21 শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক স্থানে অবস্থান করে , যে দিন মধ্যাহ্ণ সূর্যরশ্মি ঠিক লম্ব ভাবে নিরক্ষরেখার উপর পড়ে এবং পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে।

এর ফলে ওই তারিখে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয়।

তাই এই 21 শে মার্চ তারিখকে মহাবিষুব বলা হয়।

এই 21 শে মার্চ উত্তর গোলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে ওই দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়।

কৌনিক দুরত্ব -

গোলাকার পৃথিবীপৃষ্ঠে অবস্থিত যে কোনো দুটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দুটি সরলরেখা টানলে তাদের মাঝখানে যে কোণের সৃষ্টি হয়, সেই কোণের মাপই হল স্থান দুটির মধ্যে কৌণিক দূরত্ব (Angular Distance)।

Similar questions