মনে কর, তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো।সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ কর
Answers
Explanation:
মনে করো তুমি শিক্ষা সফরে গিয়েছিলেন সেখানে গিয়ে তা লিপিবদ্ধ করো
Answer:মনে কর, তুমি শিক্ষাসফরে কোন3 বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছ। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে, তার একটি বিবরণ লিপিবদ্ধ করবে কি
শিক্ষা সফরে অভিজ্ততা কেমন ছিল
মনে কর, তুমি শিক্ষ্যা সফরে কোন বিশেষ স্থানে গিয়েছো। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভ্ষিজ্ণ অর্জন করেছ
শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে গিয়ে কোন কোন ধরনের অভ্জিজ্ণতা অর্জন করেছ তার একটি বিবরণ লিপিবদ্ধ দেবেন কি
শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ণতা অর্জন করনে, তার একটি বিবরণ লিপিবদ্ধ করবে কি
Explanation:
Step:1তখন ছিলো ২০১৭ সালের August গর ২৯ তারিখ
লাইফ এ প্রথম আমার কোথাও ঘুরতে যাওয়া শিক্ষক এবং পরিবারের সাথে একদিকে শিক্ষাসফর অন্য দিকে ফ্যামিলি টুর
সবমিলিয়ে অন্যরকম একটা অনুভুতি ভেহুতু স্কুলের থেকে আরো অলেক শিক্ষার্থীরা শিক্ষক কিক্ষিকারা ও ছিলো সেহু আমুর কাছে এটা শিক্ষাসফর ই বলে আমি মনে করি
সেদিল আমরা খুব ক্যোর মুম থেকে উঠে ফ্রেশে হয়ে স্কুল প্রাঙ্গণের উদ্দেশ্য রওনা দেই আমার ছোট বোল এত এক্সাইটেট ছিলো যে 3 সারা রাতে घুমাইনি কিন্তু সকালে যখন বাস এ উঠঠছি সবাই সজাগ ছিলাম শুধু আমার ছোট বোন বাদে তাই ও যাওয়ার পথে আনন্দও উ দতোগ করতে পারে নি
Step:2সম্পর্কিত বিশেষ করে বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা করেছেন, তাদেরকে জিজ্ঞেস করছি, আপনি কি আপনার ছাত্র ডীবনে কাউকে কখনও পরীক্ষায় সফলভাবে নকল করতে দেখেছেন? বাম হাতের তালুতে লিখলেও কেউ কি ধরা পরেছে অथবা यাচাই করা হয়?
আমি কানাডায় স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র অবস্থায় কয়েক সেমিস্টার শিক্ষা সহকারীর কাজ করেছিলাম। আর এখন কর্মসূত্রে গোটা উন্তর আমেরিকা মহাদেশের প্রচুর বিশ্ববিদ্যালয়ের (বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানের) পরীক্ষ্যা পরিচালনা করার ব্যবস্থা করে থাকি। এই সব অভিজ্ণতার আলোকে উন্তর দিচ্ছি। এখানে পরীক্ষায় "নকল করা" বা যে কোন অসদুপায় অবলম্বন করাকে অত্যন্ত গুরুতর
Step:3সম্পর্কিত কেউ কি নিজোর সহপাঠী কোনো মেয়েকে বিয়ে করেছেন?
মামার বর আর আমি মেডিক্যাল কলেজে সহপাঠী ছিলাম। তবে প্রেম করেছি পাস করে বেরোনোর া।। ওকে যখন জিজ্ঞাসা করি সহ্পাঠীকে বিয়ে করে কেমন লাগলো, এক কথায় উত্তর আসে sালো।" আমার কোরামিত্ররা আমার অন্তর্মুখী বরের অনেক গল্প শুনেছেন, এটা আরেকটা לদাহরণ) ।বে এই প্রশ্নটা পেয়ে আমি কয়েকটা পয়েন্ট ভেবেছি, সেগুলো বলছি:
- সহপাঠী মানে আগে বনৃধু। যখন প্রথম মিশেছি তখন কোনো রোম্যান্টিক ভাবনা চিন্তা করিনি, নিছক কথা বলতে ভালো লাগতো বলে বলা। তাই সম্পর্কটার ভালো লাগার ভিতটা খুব মজবুত।
• বিয়ের পর কয়েকজন বলা সত্ত্বেও "তুই" থেকে "তুমি"তে উত্তরণ করা সন্তব হয়নি।
To learn more about similar questions visit:
https://brainly.in/question/27867631?referrer=searchResults
https://brainly.in/question/27457534?referrer=searchResults
#SPJ3