Social Sciences, asked by tanzinhosain, 6 months ago

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ ১০ বাক্যে প্রকাশ কর।​

Answers

Answered by Anonymous
533

এক দেশপ্রেমিকের ১০টি গুণ হলো নিম্নলিখিত -

  • এক দেশপ্রেমিক সময় মতোন ভোট দান করবে।
  • এক দেশপ্রেমিক সময় মতোন সরকারকে আয়কর দেবে।
  • এক দেশপ্রেমিক সরকারের নির্দেশ পালন করবে।
  • এক দেশপ্রেমিক ট্রাফিক নিয়মের পালন করবে।
  • এক দেশপ্রেমিক দেশের উন্নয়নের জন্য সাহায্য করবে।
  • এক দেশপ্রেমিক তার দেশ ও দেশের মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে।
  • এক দেশপ্রেমিক তা দেশের সংবিধান ও আইনকে মান্য করে চলবে।
  • এক দেশপ্রেমিক কোন অসামাজিক কাজে অংশগ্রহণ করবে না।
  • এক দেশপ্রেমিক সামাজিক সংহতি ও সম্প্রীতি রক্ষা করার জন্য কাজ করবে।
  • এক দেশপ্রেমিক তার দেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করে চলবে।
Answered by pulakmath007
16

 \sf{ \underline{SOLUTION}} :

প্রশ্ন :-

একজন দেশপ্রেমিক নাগরিকের দশটি গুণ ১০ বাক্যে প্রকাশ কর ।

উত্তর :-

একজন দেশ প্রেমিক নাগরিকের দশটি গুন :-

1. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশকে নিজের মায়ের মতো ভালো বাসবেন

2.একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের আইন কানুন সংবিধান মেনে চলেন এবং বাকি নাগরিকদেরও তা মানতে উৎসাহিত করেন।

3. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা রাখবেন

4. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশে বসবাসকারী সমস্ত স্তরের প্রতিটি মানুষকে ভালোবাসা বাসবেন।

5. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের সম্পদ রক্ষা করবেন এবং নিজে সঠিক সময়ে কর প্রদান করবেন

6. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান দেবেন ।

7. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদাই নিজের দেশের এবং দেশের সকল নাগরিকের কল্যাণ কামনা করেন

8. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা দেশের সংকট জনক মুহূর্তে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবেন

9. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা সঠিক ব্যাক্তিকে ভোট প্রদান করবেন

10. একজন দেশ প্রেমিক নাগরিক সর্বদা নিজের দেশের মধ্যে হওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন

━━━━━━━━━━━━━━━━

আরো জানুন :-

1. নিউটনের তৃতীয় সূএটি বিবৃত কর ?

https://brainly.in/question/28038468

2. স্লিভার কাকে বলে ?

https://brainly.in/question/28582739

Similar questions