Science, asked by pandagamep9919, 6 months ago

ইহুদি বংশে তিনজন লোকের কি কি শারিরীক সমস্যা​

Answers

Answered by Anonymous
1

Answer:

একজনকে আল্লাহতালা কুষ্ঠরোগ দিয়েছিলেন, অপরজনকে অন্ধ এবং শেষের জনকে টাকমাথা করেছিলেন, এবং তাদের প্রত্যেককেই খুবই কষ্টে দিনযাপন করত অতঃপর আল্লাহ তা'আলা ফেরেশতা কে মানুষের আকৃতিতে পাঠিয়ে তাদেরকে শেফা দান করলেন এবং তাদের চাহিদা মত ফেরেশতাদের প্রত্যেককে সম্পদশালী করে দিলেন একজনকে গরুর মাধ্যমে আরেকজনকে ছাগলের মাধ্যমে আরেকজনকে উট এর মাধ্যমে,অতঃপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় আল্লাহতালা তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে একজন মুসাফির বেশে তাদের নিকট পাঠালেন এবং তাদের নিকট সাহায্য প্রার্থনা করলেন উটের মালিকের নিকট একটি উট প্রার্থনা করলেন ছাগলের মালিকের নিকট একটি ছাগল প্রার্থনা করলেন এবং গাভীর মালিকের নিকট একটি গাভী দাবি করলেন অথবা কিছু সম্পদ প্রার্থনা করলেন দুজন ব্যক্তি অস্বীকৃতি জানালে তখন ফেরেশত বলল তোমরা তো সেই ব্যক্তি ছিল যারা অসুস্থ ছিলে এবং দরিদ্র অবস্থা ছিলে অতঃপর আল্লাহ তা'আলা তোমাদের কে করুণা করে তোমাদেরকে সুস্থতা দান করেছেন এবং তোমাদেরকে সম্পদশালী করেছেন

Similar questions
Math, 11 months ago