Business Studies, asked by mishkat70, 3 months ago

সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখ ​

Answers

Answered by manshi007963
13

Answer:

Honesty is the bridge to authenticity and self-compassion. Honesty allows you to set realistic goals. It bolsters your courage and frees you to be your best self.

Answered by payalchatterje
0

Answer:

সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা। এই গল্পে আর একটি শিক্ষণীয় দিক হলো অতীতকে মনে রাখা।

সততার পুরস্কার গল্পে আল্লাহ্ ছদ্মবেশি ফেরেশতার মাধ্যমে ধবল, কুষ্ঠ ও অন্ধ রোগীকে ভালো করে দেন এবং তাদেরকে স্বাবলম্বী করে তাদের অভাব দূর করে দেন। পরবর্তীতে ঐ ফেরেশতা ছদ্মবেশে আবারো তাদের কাছে এসে সাহায্য চাইলে শুধু অন্ধ রোগী ব্যতীত বাকি সবাই সাহায্য করতে অস্বীকার করে। অন্ধ রোগী ফেরেশতাকে যত ইচ্ছে নিতে অনুরোধ করে এবং কৃতজ্ঞতার কথা স্বীকার করে। ফলে আল্লাহ্ তায়ালা অন্ধ লোকটি ব্যতীত বাকি সবাইকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নেন। তারা আবার রোগীতে পরিণত হয় এবং তাদের দৈন্যতা ফিরে আসে। সুতরাং আমরা এ থেকে দেখতে পারি যারা আল্লাহর নেয়ামতকে স্বীকার করবে আল্লাহ্ তাদের নেয়ামত বাড়িয়ে দিবেন আর যারা অস্বীকার করবে তারা কঠিন ভয়াবহতার মুখোমুখি হবে।

এটি একটি বাংলা প্রশ্ন |

বাংলা ভাষা সম্পর্কে আরও জানুন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions